জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় জুড়ী, মৌলভীবাজার। EIIN: ১২৯৫৫১ MPO Index: প্রতিষ্টাকাল: ১৯৩০ খ্রি. প্রতিষ্টাকালীন প্রধান শিক্ষক:
প্রতিষ্ঠা কালীন প্রেক্ষাপট: "জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়" মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা সদরে অবস্থিত একটি প্রচীনতম শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টি ১৯৩০ সালে প্রতিষ্ঠিত। বিদ্যালয়টিতে ২টি ৩ তলা ভবন, ১টি ২ তলা ভবন, ২টি ১ তলা ভবন, খেলার মাঠ, শহিদ মিনার, লাইব্রেরী, ১টি কম্পিউটার ল্যাব এবং ১টি উন্নতমানের বিজ্ঞানাগার রহিয়াছে।
প্রতিষ্ঠানটি স্থাপিত হওয়ার পর থেকে অদ্যাবধি শিক্ষা বিস্তারে, সংস্কৃতি চর্চা ও ক্রীড়া ক্ষেত্রে প্রভূত সাফল্য অর্জন করিয়া আসিতেছে। উ ল্লেখ্য যে, উক্ত বিদ্যালয়ের অনেকশিক্ষাথী বাংলাদেশের সরকারের অনেক গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত আছে। এই বিদ্যালয়টি স্থাপিত হওয়ার পর থেকে ঝরে পড়া ছাত্র/ছাত্রীর সংখ্যা প্রায় শুন্যের কোঠায় এবঙ নারী শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখিতেছে।